Dhoni
736 views • 1 months ago
#🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #💓জয় গীতা 🙏❤🕉 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ #গীতা #গীতা জয়ন্তী ২০২২🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
#জয়_শ্রী_কৃষ্ণ_challenge
#জয়_গীতা_challenge
*─⊱✼ #গীতা_জয়ন্তী ✼⊰─*
আজ ১৭ অগ্রহায়ণ বৃহস্পতিবার 04/12/2025
*•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••*
#শ্রীমদ্ভগবদগীতা
#কর্মসন্ন্যাস_যোগ ( ২১৯,২২০ )
#পঞ্চম_অধ্যায় : - ৫ #শ্লোক : - ১৭,১৮
#গীতার_পঞ্চম_অধ্যায় #শ্লোক_নম্বর : - ১৭ ,১৮
🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏
#পঞ্চম_অধ্যায় #শ্লোক_১৭
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः ।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः ।।५.१७।।
তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ ।
গচ্ছন্ত্যপুনরাবৃত্তিং জ্ঞাননির্ধূতকল্মষাঃ ।।৫.১৭।।
#অনুবাদ : -
যাঁর বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তাঁর একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন ।
#সারাংশ : -
ভগবান শ্রীকৃষ্ণই পরতত্ত্ব । সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে । সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে । পরতত্ত্বের অর্থ পরম বাস্তব, যাঁকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানরূপে জানেন । ভগবান পরতত্ত্বের শেষ কথা । তাঁর ঊর্ধ্বে আর কিছু নেই । ভগবান বলেছেন – “হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই । আমিই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় ।” সুতরাং, শ্রীকৃষ্ণই সর্বতোভাবে পরাৎপর তত্ত্ব । যাঁর মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণজ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন । কৃষ্ণভক্ত পূর্ণরূপে #ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত্যভেদাভেদতত্ত্ব উপলব্ধি করতে পারেন । এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন ।
✧════════•❁❀❁•════════✧
#পঞ্চম_অধ্যায় #শ্লোক_১৮
विद्याविनयसंपन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ।।५.१८।।
বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি ।
শুনি চৈব শ্বপাকে চ পন্ডিতাঃ সমদর্শিনঃ ।।৫.১৮।।
#অনুবাদ : -
জ্ঞানবান পন্ডিতেরা বিদ্যা-বিনয়সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তী, কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন ।
#সারাংশ : -
কৃষ্ণভক্ত কখনই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না । সমাজব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি প্রজাতিগতভাবে
ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত্তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক । কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ায় তিনি দেখেন যে, সমস্ত জীবের অন্তরে ভগবান #শ্রীকৃষ্ণ তাঁর আংশিক প্রকাশ পরমাত্মারূপে বিরাজ করছেন । পরতত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধিই হচ্ছে প্রকৃত জ্ঞান । জাতি-বর্ণ-নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তাঁর সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মারূপে তার সঙ্গে বিরাজ করেন । চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মারূপে বিরাজমান । জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয় । কিন্তু দেহমধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণসম্পন্ন । গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন; কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করতে পারেন । কৃষ্ণভাবনায় ভাবিত কৃষ্ণভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টিসম্পন্ন । জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে, উভয়েই সচ্চিদানন্দময়; আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে, জীবাত্মা অণুচৈতন্য এবং পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভুচৈতন্য ।
( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।)
*─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─*
*•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••*
#হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে !
#হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । ।
🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏
🙏 #রাধে_রাধে 🙏
∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
6 likes
11 shares